অনেক মানুষের অনেক রকম শখ থাকে। কেউ ঘুরতে ভালোবাসে কেউ ছবি আঁকতে আবার কেউ মাছ ধরতে। তবে
এই মাছ ধরার শখ একেবারে নেশার মত। যারা এই নেশায় আশক্ত তাঁদের ঘন্টার পর ঘন্টা কেটে যায় এই কাজে। মাছ ধরার জন্য
অনেকেই ব্যবহার করেন নানান কৌশল। এর জন্য মাছ ধরার চার, মাছ ধরার জাল, ছিপ, ফান আরও কত অত্যাধুনিক উপায়ের
প্রয়োগ করেন অনেকেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এমনই এক মাছ ধরার কৌশল। নেট দুনিয়ায় আপাতত ভাইরাল এই মাছ ধরার অভিনব উপায়। মাছ ধরার বাকি সব কৌশলকে হেলায় হারিয়ে দেবে এই মাছ ধরার উপায়। ভিডিওটিতে দেখা গিয়েছে অবিনব কায়দায় পেঁপে গাছ কেঁটে তা দিয়ে
বানায় অসাধারণ মাছ ধরার টোপ এবং শিকার করে প্রচুর শিং মাছ।। রইলো ভিডিও সোশ্যাল মিডিয়ার কয়েকশো পেজে শেয়ার হয়েছে এই ভিডিও। শেয়ার হয়েছে কয়েক লক্ষ। একটি ছোট গর্তের থেকে এত সহজ পদ্ধতিতে এত মাছ ধরা সম্ভব তা হয়তো এই ভিডিওটি না দেখলে বিশ্বাস করতে পারতেন না অনেকেই।
https://www.youtube.com/watch?v=nKSuQ-FQ5VQ